February 18, 2025, 11:16 pm
প্রচণ্ড খরতাপে পুড়ছে জনজীবন। এমন পরিস্থিতিতে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় সাতক্ষীরার শ্যামনগরে ইসতেশকার নামাজ আদায় করেছেন সাধারণ মানুষ। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার আটুলিয়া ইউনিয়নের কাছারি ব্রিজ ঈদগাহ মাঠে এই নামাজ আদায় করা হয়। নামাজ শেষে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা ওয়াহিদুজ্জামান।
মাওলানা আব্দুর রউফ গাজীর সঞ্চালনায় এ বিষয়ে আলোচনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার গবেষক মুহাম্মদ সালাহউদ্দিন, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা নুরুল হুদা প্রমূখ। এ বিষয়ে ইমাম অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওয়াহিদুজ্জামান বলেন, তীব্র তাপদাহ ও দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইসতেখার বলা হয়, অর্থাৎ পানির জন্য দোয়া করা।
Comments are closed.