January 15, 2025, 6:18 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সাতক্ষীরায় ভুয়া ব্যক্তি আটক

সাতক্ষীরায় ভুয়া ব্যক্তি আটক

সাতক্ষীরার শ্যামনগরে তৈয়ব আলী নামে এক ভুয়া গোয়েন্দা সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা সদরের আনিচুরের হোটেল থেকে ডিজিএফআই-এর শ্যামনগর উপজেলার দায়িত্বরত সার্জেন্ট আল মামুন তাকে আটক করেন।

আটক তৈয়ব আলী ফেনী জেলার মাইজবাড়িয়া গ্রামের এম নুরনবীর ছেলে। পরে তাকে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাসের উপস্থিতিতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মুশফিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে ডিজিএফআই-এর শ্যামনগর উপজেলার দায়িত্বরত কর্মকর্তা সার্জেন্ট আল মামুন বলেন, প্রতারক তৈয়ব আলী দীর্ঘদিন যাবত সাতক্ষীরা জেলার ভিন্ন ভিন্ন জায়গায় প্রতারণা করে বিভিন্ন সংস্থার পরিচয় ব্যবহার করে আর্থিক সুবিধা ভোগ করে আসছিলো- এমন তথ্য পাওয়ার পর ডিজিএফআই সাতক্ষীরা উপ-শাখা কর্তৃক তাকে গোয়েন্দা নজরদারিতে রেখে মঙ্গলবার(১৩ আগস্ট) আটক করা সম্ভব হয়। তিনি তার প্রতারণা ও অপরাধের কথা স্বীকার করেছেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com