February 17, 2025, 5:40 pm
সাতক্ষীরার কৃতি সন্তান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মো. রাফিজুল ইসলাম ইতালির উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন।তিনি ইতালির ক্যাগলিয়ারি তে অনুষ্ঠিতব্য সেভেন্টিন ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্ড ল্যান্ড ফিল্ড সিম্পোজিয়াম শীর্ষক শিরোনামে আগামী চৌঠা অক্টোবর ২০১৯ এ একটি রিসার্চ পেপার উপস্থাপন করবেন। তিনি খুলনায় অবস্থিত ওয়েস্টল্যান্ড ফিল, মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ও মানব সম্পদের স্বাস্থ্য বিষয়ক রিসার্চ পেপার উপস্থাপন করবেন।উল্লেখ্য যে ইতিপূর্বে তিনি ইতালি সিঙ্গাপুর সহ বহির্বিশ্বের বিভিন্ন রিসার্চ পেপার উপস্থাপন করেছেন।তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার মানিকহার গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সকলের দোয়া প্রার্থী।
Comments are closed.