সাতক্ষীরার ঝুটি তলায় একের পর এক চুরির আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষ
- Update Time :
Saturday, November 16, 2019
-
428 দেখা হয়েছে
Exif_JPEG_420
শহিদুল আলম স্টাফ রিপােটার:
সাতক্ষীরার ঝুটি তলা মাছখোলা এলাকায় একের পর এক চুরি।গতকাল শুক্রবার রাতে চুরি হয় ঝুটি তলা গ্রামের মছলেম এর পুত্র রোনির গ্রিলের দোকানে তালা কেটে ভিতরে ঢোকে বলেন কাজের জনত্রো পাতি রড সহ ডুরাবে রাখা আমার কিছু টাকা নিয়ে যায়। এছাড়াও মাস তিনিক আগে চুরি হয় খুশি বিদ্যানিকেতন নামে ইষ্কুলের কমপিউটার সহ দুই লাক টাকার মাল সামগ্রি। এমণকি চুরি হয় পালাতক বিকাশ ব্যাবষায়ী ফারুকী র বাড়ি। সুনা গ য়ণা সহ এক লক্ষো টাকা চুর হয় সুবান এর বাড়ী,ফজলে হাঝি সাহেব এর বাড়িতেও। এই আতঙ্ক বিরাজ করছে এলাকার সাধারণ মানুষের মধ্যে । তারা বলেন চোর আর কেও না আমাদের এলাকার।তারা ভয়ংকর।আমরা মুখ খুললে আমাদের খতি করবে। তারা গন্যো মান্যো বেকতি কে মানেনা।ফজলে হাজি সাহেব হাতে নাতে ধরলও ভয়ে কিছু বলতে পারিনি। গতকাল রাতে কাটিয়া ফাড়ির ইনচারজ তসলিম ঘটনা এম্নান পরিদর্শন করেন। সাধারণ মানুষ পুলিশের কাছে আইন গত ব্যাবসথা গ্রন্থ এর দাবি জানান।