January 15, 2025, 7:34 am
সাতক্ষীরার দেবহাটায় ৫০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী উত্তর নাংলা গ্রামের মৃত রমজান গাজীর পুত্র রহিম গাজী (৪৫)। জানাযায়, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী ও এসআই আসিফ মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে নাংলা- জগন্নাথপুর (পানির কল) সড়কে অভিযান চালায়।
এ অভিযানে নাংলা-জগন্নাথপুর সড়কের মেটেখালি ব্রিজের উপর থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ উত্তর নাংলা গ্রামের মৃত রমজান গাজীর পুত্র রহিম গাজী (৪৫)কে আটক করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩/৫.৭.২১। এ বিষয় দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীকে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
Comments are closed.