সাতক্ষীরার সদর উপজেলার বেতলা গ্রামের বাইপাস সড়কের পাশে পরিত্যক্ত ডুবে যাওয়া বিলে মাছ ধরাকে কেন্দ্র করে উজ্জল নামের এক ভ্যানচালকসহ আরো চারজনকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। আহতদের মধ্যে উজ্জলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে সাতক্ষীরা সদর হাসপাতাল। ২৫ সেপ্টেম্বর বিকালে সাতক্ষীরা বাইপাস সড়কের বেতলার মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত উজ্জল হোসেন আশাশুনির বুদহাটা গ্রামের মোস্তাক আলীর ছেলে।বিলম্বে প্রাপ্ত খবরে প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা বাইপাস সড়কের বেতলার মোড়ে সড়কের পাশে বৃষ্টিতে ডুবে যাওয়া বিলে মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটিতে লিপ্ত হন বেতলা গ্রামের জামাই উজ্জল হোসেন ও কাশেমপুর দরকান্দার মোহাম্মদ দিন আলীর ছেলে সিরাজুল ইসলাম সিরাজের। কথা কাটাকাটির এক পর্যায়ে সিরাজের ছেলে রশিদ লাঠি নিয়ে ছুটে এসে উজ্জ্বলকে পেটাতে থাকে। এ সময় গন্ডগোল থামাতে গেলে বাবা সিরাজ ও ছেলে রশিদ লাঠি ও লোহার রড দিয়ে উজ্বলসহ কাদের, ময়না, নবী জান বিবি, শাম্পী বিবি নামের পাঁচজনকে পিটিয়ে আহত করে। ঘটনা দূর থেকে দেখে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় উজ্জ্বলকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। এ সময় ট্রাফিক পুলিশের সহায়তায় সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে সেরাজুল ইসলাম সিরাজ ও রেজাউল ইসলাম কে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।এ ঘটনায় আহত উজ্জল হোসেন এর শশুর মোঃ জাবের আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ২৫ সেপ্টেম্বর একটি মামলা করেন। মামলা নম্বর ৭৯/৬১০। সাতক্ষীরা সদর থানার এসআই নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে দুইজন আসামি আটক হয়েছে।