July 27, 2024, 12:51 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাতক্ষীরার হিমসাগর আম রপ্তানি শুরু

সাতক্ষীরার হিমসাগর আম রপ্তানি শুরু

সাতক্ষীরার বিষমুক্ত হিমসাগর আম রপ্তানি শুরু হয়েছে। প্রশাসনের নির্দেশে হিমসাগর আম পাড়ার মধ্য দিয়ে বাজারজাত করা শুরু হয়। ঢাকার এনএইচবি করপোরেশন ও তাশফিক ইন্টারন্যাশনালের পক্ষে লন্ডন, ইতালি, জার্মানি ও ফ্রান্সে রপ্তানির লক্ষ্যে সাতক্ষীরার ছয়ঘোরিয়ায় আম বাগান থেকে সরাসরি চার মেট্রিক টন আম প্যাকেটজাত করা হয়।
বাগান থেকে আম কিনুন

জেলা প্রশাসক জানালেন, কৃষি বিভাগের পরামর্শে আমের ফলন ভালো হওয়ায় আজ দেশের গন্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি করে আর্থিক সুবিধার সঙ্গে সুনাম বাড়ছে সাতক্ষীরার। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপীর পাঠানো ছবি নিয়ে রিপোর্ট।

চলতি মৌসুমে জেলার সাতটি উপজেলায় আম বাগানে প্রচুর আম হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে এবার চার হাজার ১১৫ হেক্টর জমিতে ৫ হাজার ২৯৯টি আম বাগানে ৪০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। প্রশাসনের নির্দেশ অনুযায়ী ১ মে থেকে সাতক্ষীরার সুমিষ্ট গোবিন্দভোগ ও গোপালভোগ আম বাজারজাত করা শুরু হয়েছে। আর আজ থেকে বাজারজাত করা হয় হিমসাগর। এরপর ন্যাংড়া। আর সবশেষে বাজারে আসবে আম্রপালি আম।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com