January 15, 2025, 12:59 pm
মাসুদ আলী: সাতক্ষীরায় অজ্ঞান পার্টির কবলে পড়ে মির্জা শফিকুর রহমান জান্টু (৫২) নামে এক ব্যক্তি মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এসময় তার গলায় ঝুলানো ব্যাগে শুধুমাত্র একটি আইডি কার্ড এর ফটোকপি পাওয়া যায়। সে মোতাবেক তার পিতার নাম: মির্জা আব্দুল করিম, গ্রাম: তেনিরবিল, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ। বুধবার (৬ জুলাই) দুপুরে কালিগঞ্জ-সাতক্ষীরাগামী বাসে আসার পথে এ ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালের সিরিয়ালের ডিউটিম্যান বেল্লাল হোসেন অজ্ঞান অবস্থায় মির্জা শফিকুর রহমান জান্টুকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে তিনি বলেন, কালিগঞ্জ থেকে ছেড়ে আসা ২৭ নং গাড়িটি সাতক্ষীরা বাস টার্মিনালে পৌঁছালে উক্ত বাসের ড্রাইভার ও কনট্রাক্টর আমাকে বিষয়টি অবহিত করলে আমি মির্জা শফিকুর রহমান জান্টুকে নিয়ে হাসপাতালে ভর্তি করি। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
Comments are closed.