নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের ভাদড়া গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ। দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে তার। দীর্ঘ ৬ মাস যাবৎ ধার দেনা করে কোন রকম চিকিৎসা চালাচ্ছিলেন। কিন্তু আর্থিক দূরাবস্থার কারণে আব্দুল্লাহর চিকিৎসা বন্ধ হতে চলেছে। এমতাবস্থায় বাবার চিকিৎসার জন্য সকলের কাছে আর্থিক সাহায্য কামনা করে সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহর ছেলে বলেন, আমার আব্বুর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে! সাতক্ষীরা মেডিকেলে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করতে হয়। সপ্তাহে ৪০০০ টাকা খরচ। আমরা গরীব। সপ্তাহে এতো টাকা বহন করা সম্ভব হচ্ছে না। আমার আব্বুর চিকিৎসার জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ্ আমার আব্বুর চিকিৎসা চালিয়ে যেতে পারবো। দয়া করে আপনারা আমার আব্বুর চিকিৎসার জন্য এগিয়ে আসুন। সাহায্য পাঠানোর ঠিকানা
বিকাশ (পারসোনাল)- ০১৭৭৬৭৮২১৩৪
নগদ- ০১৭৪৬২০৫৯৭৫
ব্যাংক একাউন্ট নম্বর-৩০৩৬৭
ইসলামী ব্যাংক বাংলাদেশ, সাতক্ষীরা শাখা