July 27, 2024, 2:33 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাতক্ষীরায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে সম্পত্তি দখলের পায়তারা!

সাতক্ষীরায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে সম্পত্তি দখলের পায়তারা!

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। সম্পত্তি দখলের লক্ষ্যে ইতোমধ্যে জমির মাটি কেটে নতুন বেড়িবাঁধ ও সীমানা পিলার ও সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সদর থানায় অভিযোগ দাখিল করেছেন। সূত্রে জানা যায়, ক্রয় সূত্রে প্রাপ্ত হয়ে শহরের ইটাগাছা এলাকায় সম্পত্তি ভোগদখল করে আসছিলেন কামালনগর গ্রামের মৃত মান্দার সরদারের পুত্র নূরুজ্জামান। পলাশপোল মৌজায় এ জমির এস,এ ২৩৫৪, খারিজ ১৭৬০/১১, দাগ নং- ১২৭৭৫, ১৩০০৭। জমির পরিমাণ ৩৫ শতক। কিন্ত উক্ত সম্পত্তি নিয়ে পলাশপোল এলাকার মৃত মনিরুল ইসলাম খানের পুত্র ফয়জুল কবির খানের সাথে বিরোধ হওয়ায় নূরুজ্জামান সাতক্ষীরা যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করেন। মামলা নং-২৩/২০। এ মামলায় আদালত উক্ত সম্পত্তিতে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এরপরেও আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে ফয়জুল কবির খানের নেতৃত্বে ইটাগাছা গ্রামের ইসরাফিল গাজী, তার স্ত্রী সাহানারা বেগম, আব্দুল মাজেদের পুত্র মো. মনিসহ অজ্ঞাত ১০/ ১২ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী নিয়ে ২৪ জানুয়ারি সকালে উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহুড়া দিতে থাকে। এসময় তারা জমির মাটি কেটে নতুন বেড়িবাঁধ নির্মাণ, সীমানা পিলার স্থাপন এবং সাইনবোর্ড ঝুলিয়ে ঘেরা বেড়াঁ দেওয়ার চেষ্টা করে। এ খবর পেয়ে নূরুজ্জামান সরদার ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসী বাহিনী তাকে হুমকি-ধামকি দিয়ে বের করে দেয়। এব্যাপারে ভুক্তভোগী নূরুজ্জামান সরদার আদালতের নির্দেশ অমান্যকারী ফয়জুল কবির খানসহ সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বর্তমানে নূরুজ্জামান সরদার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com