February 17, 2025, 2:15 pm
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা জেলার সদর উপজেলাধীন রেউই বাজারের জনৈক আক্তারুল ইসলামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলো, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের মৃত. আনোয়ার আলী মোড়লের ছেলে মোঃ সাইফুল ইসলাম মোড়ল (৪০) ও কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে মোঃ কামরুজ্জামান (২৯)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল সদর উপজেলাধীন রেউই বাজারে অভিযান চালিয়ে জনৈক আক্তারুল ইসলামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে সাইফুল ইসলাম ও মোঃ কামরুজ্জামানকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Comments are closed.