February 17, 2025, 12:54 pm
“মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় কমিউিনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম সাতক্ষীরার আয়োজনে শনিবার সকাল ১০ টায় জেলা পুলিশ লাইনস থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কমিউিনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, সদস্য সচিব ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিল্লুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি খুলনা রেঞ্জ ডিআইজি এ সময় দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পুলিশ সদস্যসহ সমাজের সকল শ্রেনী-পেশার মানুষকে একযোগে কাজ করার আহবান জানান।
Comments are closed.