July 27, 2024, 12:28 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাতক্ষীরায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মোবাইল কোর্ট অভিযান অব্যাহত

সাতক্ষীরায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মোবাইল কোর্ট অভিযান অব্যাহত

সাতক্ষীরায় কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা ও উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। সোমবার পরিচালিত মোট ৬টি মোবাইল কোর্ট অভিযানে ৩২টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে নয় হাজার নয়শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনায় এবং সার্বিক ত্বত্তাবধানে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা ও উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে সাতক্ষীরা জেলায় গত ১ মার্চ হতে ২৩ নভেম্বর পর্যন্ত পরিচালিত মোট ১ হাজার ৩৮৮ টি মোবাইল কোর্ট অভিযানে ৩ হাজার ৪৭০টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৫৩ লক্ষ ৯৩ হাজার ৯২৯ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে মোট ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

এরই ধারাবহিকতায় ২৩ নভেম্বর পরিচালিত মোট ৬টি মোবাইল কোর্ট অভিযানে ৩২টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৯ হাজার ৯ শ’ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com