July 27, 2024, 2:33 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাতক্ষীরায় করোনা উপসর্গে দুই নারীসহ তিন জনের মৃত্যু

সাতক্ষীরায় করোনা উপসর্গে দুই নারীসহ তিন জনের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে মাত্র সাড়ে ৪ ঘন্টার ব্যবধানে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাত সাড়ে ৩টা ১০ মিনিট থেকে সকাল ৭টা ৩৭ মিনিটের মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের মুজিব আলীর স্ত্রী মনোয়ারা খাতুন (৬০), বৈকারী গ্রামের মৃত ফকির সরদারের ছেলে জাহান আলী সরদার (৮০) ও দেবহাটা উপজেলার কুলিয়া গুরুগ্রামের মৃত আব্দুর রউফের স্ত্রী অয়েশা বেগম (৯২)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে গত ১২ জুন ভোর রাত ১টা ৩৫ মিনিটে সদর উপজেলার আখড়াখোলা গ্রামের মুজিব আলীর স্ত্রী মনোয়ারা খাতুন সামেক হাসপাতালের ফ্লু কর্ণারে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ জুন) ভোর রাত ৩ টা ১০ মিনিটের দিকে তিনি মারা যান।

এদিকে একই ধরনের উপসর্গ নিয়ে বৈকারী গ্রামের জাহান আলী সরদার গত ১০ জুন রাত ৯ টার ৫০ মিনিরে দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ জুন) ভোর রাত ৩টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে একই ধরনের উপসর্গ নিয়ে গত ৮ জুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে ভর্তি হন দেবহাটা উপজেলার কুলিয়া গুরুগ্রামের অয়েশা বেগম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ জুন)সকাল ৭টা ৩৭ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

এনিয়ে ১৪ জুন পর্যন্ত সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৫২ জনের আর উপসর্গ নিয়ে মারা গেছে আরো অন্ততঃ ২৫৩ জন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা এসব মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com