July 27, 2024, 3:41 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাতক্ষীরায় করোনা সংক্রমণ রোধে হাইজেনিক কিডস বিতরণ

সাতক্ষীরায় করোনা সংক্রমণ রোধে হাইজেনিক কিডস বিতরণ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কারিতাস বাংলাদেশ’র উদ্যোগে হাইজেনিক কিডস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ’র শহীদ মিনার চত্বরে এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল-হাদী, কারিতাস বাংলাদেশ’র আঞ্চলিক পরিচালক দাউত জীবন দাস, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সাতক্ষীরা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কারিতাস বাংলাদেশ সাতক্ষীরা’র মাঠ কর্মকর্তা প্রতাপ সেন ও বিপ্লব সাহা প্রমুখ।

এসময় সাতক্ষীরা পৌর এলাকার ৬৪৪ টি পরিবারের মাঝে কারিতাস বাংলাদেশ’র উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল বালতি, সাবান, হুইল পাউডার, টুথপেষ্ট, টুথব্রাশ, প্লাষ্টিক মগ, বার্থ সোপ ৪টি, প্যাাডসহ বিভিন্ন হাইজেনিক কিডস।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com