October 31, 2024, 3:13 am
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বলে বক্তব্য দেয়ায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গুমানতলি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুহিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সকালে মাদরাসা পরিচালনা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।একই সঙ্গে কেন তাকে স্থায়ী বরখাস্ত করা হবে না এই মর্মে তিনদিনের মধ্যে কারণ দর্শানোর জন্য লিখিতভাবে চিঠি দেয়া হয়েছে। সকাল ১০টায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক এমপি একে ফজলুল হকের সভাপতিত্বে জরুরি সভায় কমিটির ১১ সদস্যের মধ্যে ৮ জন সদস্য উপস্থিত ছিলেন।মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক এমপি একে ফজলুল হক বলেন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করে বক্তৃতা দেয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুল মহিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না-এই মর্মে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দেয়া হয়েছে।শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। মাদরাসা অধ্যক্ষ জানিয়েছেন, তিনি বলতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে মাদরাসায় কোনো উন্নয়ন হয়নি। কথাটি শেষ করার পূর্বেই প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম বলায় সকলে উত্তেজিত হয়ে পড়েন। তিনি কথাটি শেষ করতে পারেনি।এ বিষয়ে জানতে মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল মুহিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশের ওসি (তদন্ত) আনিসুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। শুনেছি অধ্যক্ষকে মাদরাসা থেকে বরখাস্ত করা হয়েছে।উল্লেখ্য, গুমনতলি ফাজিল মাদরাসায় ৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে একটি দুর্যোগ প্রশমন ভবন নির্মাণ করা হয়েছে। গতকাল রোববার দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৪ জেলায় একযোগে এসব ভবন উদ্বোধন করেন। এ উপলক্ষে ওই মাদরাসার নতুন ভবনে আয়োজিত আলোচনা সভায় অধ্যক্ষ মাওলানা আব্দুল মহিদ খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করায় উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ক্ষমা চেয়ে ঘটনাস্থল ত্যাগ করেন অধ্যক্ষ। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার এম কামরুজ্জামান রোববারই বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে অবহিত করেন।অনুষ্ঠানে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, থানা পুলিশের ওসি (তদন্ত) আনিসুর রহমান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
Comments are closed.