নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় চার কেজি গাাঁজাসহ দুই মাদক ব্যাবসায়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সদরের রায়পুর থেকে পুলিশ তাদেরকে আটক করে।আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইকরামুল ইসলামের ছেলে আফতাবুজ্জামান (২০) ও একই উপজেলার কাঁকডাঙ্গা গ্রামের মোশারফ গাজীর ছেলে শাওন হোসেন (২৩)।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রায়পুর অভিযান চালায়। এ সময় সেখান থেকে চারকেজি গাঁজাসহ দুই মাদকব্যাবসায়িকে আটক করা হয়।