October 31, 2024, 3:12 am
সাতক্ষীরার সদর থানা পুলিশ গাঁজাসহ আফতাবুজ্জামান (২০) ও শাওন হোসেন (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় পুলিশের অভিযানে তাদের কাজ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে।মঙ্গলবার (২২ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মোহসীন তরফদার ও এএসআই সাইফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় সদরের রায়পুর এলাকা থেকে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করে।এসময় পুলিশ ৪ কেজি গাঁজা উদ্ধার করে।আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইকরামুল ইসলামের ছেলে আফতাবুজ্জামান ও একই উপজেলার কাঁকডাঙ্গা গ্রামের মোশারফ গাজীর ছেলে শাওন হোসেন।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
Comments are closed.