February 5, 2025, 5:58 am
সাতক্ষীরা শহরের তালতলায় মাটিবাহী ট্রাক্টর চাপায় দুইজন ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের মোহাম্মদ আলি ও মনিরুল ইসলাম।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, শনিবার ভোরে সাইকেলে দুই শ্রমিক ইটভাটায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি মাটিবাহী ট্রাক্টর তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন মনিরুল। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোহাম্মদ আলি।
এ ঘটনায় ক্ষুদ্ধ গ্রামবাসী দুইটি ট্রাক্টরসহ দুই চালককে পুলিশে সোপর্দ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি পাঠানো হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে।
Comments are closed.