October 6, 2024, 10:01 pm
Hasan Imam : সাতক্ষীরায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে।ডিবি জানায়, সোমবার (২ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বেতলা এলাকার লস্কর ফিলিং স্টেশনের সামনে থেকে জেলা ডিবি পুলিশের এস.আই রিয়াদুল ইসলাম এর নেতৃত্বে এস.আই মো. হাফিজুর রহমান, এস.আই মিজানুর রহমান, এ.এস.আই বিষ্ণু কুমার ঘোষাল, এ.এস.আই শরীয়াতুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গরু বহনকারী ইঞ্জিন চালিত গাড়ি আলম সাধুর ভিতর থেকে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ উক্ত ৩ ব্যক্তিকে আটক করে। কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের চারাবাড়ি গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে মো. মিজানুর রহমান (৩৫), সদরের হাওয়ালখালি গ্রামের ইউসুফ আলী সরদারের ছেলে মো. মিঠু হোসেন ড্রাইভার (২৪) ও খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া শান্তিনগর গ্রামের মৃত্যু আবুল হোসেনের ছেলে মো.শওকত আলী (৬০)। জেলা গোয়েন্দা শাখার (ডিবি)অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ হাশমী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে পৃথক অপর এক অভিযানে মো. সালামত আলী গাজী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানের সময় ডিবি তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ডিবি জানায় রবিবার (১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরের গোদাঘাটা ক্লাবের সামনের তিন রাস্তার মোড় থেকে ডিবির এস.আই রিয়াদুল ইসলাম এর নেতৃত্বে এস.আই মো. হাফিজুর রহমান, এস.আই মিজানুর রহমান, এ.এস.আই বিষ্ণু কুমার ঘোষাল, এ.এস.আই শরীয়াতুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ৮০(আশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সালামত আলী গাজী (৪০) কে আটক করে। সে সদরের শিয়ালডাঙ্গা গ্রামের মৃত মোহাম্মদ আলী সরদারের ছেলে।
Comments are closed.