October 31, 2024, 3:12 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সাতক্ষীরায় দুই বাংলার ফ্রেন্ডশীপ ক্রিকেট ম্যাচ ২০১৯-২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুই বাংলার ফ্রেন্ডশীপ ক্রিকেট ম্যাচ ২০১৯-২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 সাতক্ষীরায় এপার বাংলা বনাম ওপার বাংলা ফ্রেন্ডশীপ ক্রিকেট ম্যাচ ২০১৯-২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, হারজিত বড় কথা নয়। দুই বাংলার ফ্রেন্ডশীপ ক্রিকেট ম্যাচ সম্প্রীতির মিলন মেলা। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশীপ ক্রিকেট ম্যাচ সম্প্রীতির মেল বন্ধন তৈরী হল। ভারত বাংলাদেশের নতুন প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে অভিজ্ঞতা আদান প্রদান হল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ভারতের টিম ম্যানেজার পঙ্কজ পাল, এপার বাংলা বনাম ওপার বাংলা ফ্রেন্ডশীপ ক্রিকেট ম্যাচ ২০১৯-২০ এর ভেন্যু ম্যানেজার ইদ্রিস বাবু প্রমুখ।দু’দিন ব্যাপী এপার বাংলা বনাম ওপার বাংলা ফ্রেন্ডশীপ ক্রিকেট ম্যাচ ২০১৯-২০ এর অংশ নেয় ভারতের কলকাতার পাল এন্ড চ্যাটার্জী ক্রিকেট একাডেমি ও বাংলাদেশের সাতক্ষীরা জেলার অনুঃ ১৮ দলের খেলোয়াড়রা। ২য় দিনের খেলায় সাতক্ষীরা জেলা দল নির্ধারিত ওভারে ৫ ইউকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে। জবাবে ভারতের কলকাতার পাল এন্ড চ্যাটার্জী ক্রিকেট একাডেমি জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪৬ ওভারে সবক’টি ইউকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। ফলে তারা ১৪৭ রানে পরাজিত হয়। ফলে বাংলাদেশের সাতক্ষীরা জেলার অনুঃ ১৮ দলের খেলোয়াড়রা ১৪৭ রানে বড় ব্যবধানে জয়লাভ করে।এসময় উপস্থিত ছিলেন এ্যাড. মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সৈয়দ জয়নুল আবেদীন জসি, হাফিজুর রহমান খান বিটু, মীর তাজুল ইসলাম রিপন, মো. রুহুল আমিন প্রমুখ। অ্যাম্পায়ার’র দায়িত্ব পালন করেন রফিকুর রহমান লাল্টু, জি.এম সাইফুল ইসলাম, স্কোরার খোকন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আ.ম আক্তারুজ্জামান মুকুল।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com