December 13, 2024, 6:26 pm
Hasan : ছোট-বড় বেড়িবাঁধ দিয়ে ও নেট-পাটা ফেলে সাতক্ষীরার নদ-নদী ও খালের পানিপ্রবাহ বন্ধ করে এক শ্রেণির মানুষ মাছ চাষ করছে অভিযোগ করে অবিলম্বে তা অপসারণের দাবি জানিয়েছে তীরবর্তী বাসিন্দারা।এ ব্যাপারে সাতদিনের আল্টিমেটাম দিয়ে তারা বলেছেন, পানি সরানোর পথ উন্মুক্ত না করা হলে জনগণ সব ধরনের অবৈধ বেড়িবাঁধ কেটে দিতে বাধ্য হবে। এতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে জনগণ তার দায় নেবে না।শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বেনেরপোতায় নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলা হয়। প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এমনিতেই পলি জমে মরিচ্চাপ-বেতনাসহ অন্যান্য নদীর তলদেশ উঁচু হয়ে পড়ায় পানি ধারণ ক্ষমতা হারিয়েছে। সংলগ্ন স্লুইস গেটগুলি অকেজো হয়ে পড়েছে। তার ওপর পানির স্বাভাবিক গতিতে বাধা দিয়ে খালে ও নদীতে ছোট বড় বেড়ি বাঁধ তৈরি করে অবৈধভাবে মাছ চাষ করা হচ্ছে।ফলে বৃষ্টির পানি কোনো আধারে প্রবেশ করতে না পেরে বিল খাল উপচে জনপদে ছাপিয়ে পড়ছে। এরই মধ্যে সাতক্ষীরার বহু গ্রাম ও বিল ডুবে থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ছেদ পড়েছে। একই সাথে নষ্ট হয়ে গেছে মাঠের ধান-ফসল। অভিযোগ করে তারা বলেন বর্তমান সময়ে সাতক্ষীরা অঞ্চলে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব তার অন্যতম কারণ জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা দূর করতে না পারলে বসতবাড়ি ব্যবহার ও রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। বেনের পোতার প্রবীণ রাজনীতিবিদ অজিত কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সভাপতি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু বলেন, হয় জেলা প্রশাসক অবিলম্বে নেটপাটা অপসারণ করে এবং অবৈধ বেড়ি বাঁধ কেটে পানি প্রবাহ স্বাভাবিক করার ঘোষণা দিলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। ফলে জনগণের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। তারা ফসল খোয়ানোর যন্ত্রণায় ভুগছেন।নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি সুধাংশু শেখর সরকার, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সালাহউদ্দিন ইকবাল লোদী, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা কমিটির সদস্য নির্মল কুমার সরকার প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন, নাগরিক আন্দোলন মঞ্চের সহ-সভাপতি প্রকৌশলী আবেদুর রহমান, যুগ্ম-সম্পাদক রওনক বাসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, দপ্তর সম্পাদক এম বেলাল হোসাইন প্রমুখ।
Comments are closed.