January 15, 2025, 11:08 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্ক-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্ক-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককার্স-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় কমিটির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নারী ও বালিকাদের মানবাধিকার লঙ্ঘনজর্নিত বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্প্রতি সাতক্ষীরা জেলা শহরে সুরাইয়া খাতুন নামের সপ্তম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে ক্লাসে যাচ্ছে এবং মোবাইল ফোনের অপব্যবহারের কারনে আত্মহত্যাসহ নানা দুর্ঘটনা ঘটছে। ইফটিজিং এর ঘটনাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সভায় এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আশু পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।এছাড়া সভায় নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা শাখার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়সভায় বক্তব্য রাখেন , নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান, কোষাধ্যক্ষ নাজমুল আলম মুন্না, সদস্য অ্যাডভোকেট নাজমুল নাহার ঝুমুর, সদস্য শাখাওয়াত উল্লাহ, সদস্য সাংবাদিক সুমন মুখার্জী।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com