October 31, 2024, 3:13 am
সাতক্ষীরা সদরে পিকআপ ভ্যানের ধাক্কায় ডোবায় পড়ে আবুল বাশার নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার আলিপুর হাটখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত ভ্যানচালক জেলার আশাশুনির বুধহাটা গ্রামের নুর হোসেন গাইনের ছেলে।সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শহরের একটি এলজি শোরুমের ফ্রিজ আনা নেয়ার কাজ করতেন ভ্যান চালক বাশার। মঙ্গলবার রাতে একটি ফ্রিজসহ ভ্যানযোগে কুলিয়ার দিকে যাচ্ছিলেন তিনি। তার ভ্যানটি ঘটনাস্থলে এলে বিপরীতগামী একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ভ্যান ও ফ্রিজসহ সড়কের পাশে থাকা ডোবায় পড়ে যান আবুল বাশার। তখন ভ্যানটি আবুল বাশারকে চাপা দিলে ডোবার পানিতে মারা যান।তিনি আরো জানান, স্থানীয়দের খবরে বুধবার সকালে মরদেহটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Comments are closed.