January 15, 2025, 9:19 am
সাতক্ষীরায় বটতলা কেন্দ্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার বটতলায় দিনব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে তোলে এলাকার সর্বস্তরের মানুষকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন, সংগীত শিক্ষক শহিদুল ইসলাম, বিশ্বজিৎ সাহা, আব্দুল মান্নান, নির্মল কুমার প্রমুখ। এসময় অত্র এলাকার গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন এবং উৎসবমুখর এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
Comments are closed.