March 27, 2025, 4:15 pm
সাতক্ষীরায় বাঁশ ভর্তি ইঞ্জিন ভ্যান উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে ভ্যান চালক নিহত হয়েছে। সোমবার (২৫ জানুয়ারী) বেলা ১টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরবাস্তিয়া সরকারি প্রাইমারী স্কুলের সামনে এঘটনা ঘটে। নিহত ইঞ্জিন ভ্যান চালকের নাম মোঃ রুহুল আমিন (৪৫)। সে উপজেলার সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের মুনুসর আলী সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভ্যান চালক রুহুল আমিন বাঁশ ভর্তি ইঞ্জিন নিয়ে গ্রামের বাড়ি শ্বেতপুর যাচ্ছিল। প্রতিমধ্যে বেলা ১টার দিকে আশাশুনি উপজেলার দরবাস্তিয়া সরকারি প্রাইমারী স্কুলের সামনে পৌছালে হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এত ঘটনা স্থলেই মারা যায় চালক রুহুল আমিন। খবর পেয়ে সদর থানা পুলিশ এএসআই আজিম ঘটনাস্থলে পৌছে পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Comments are closed.