December 26, 2024, 8:24 pm
সাতক্ষীরায় বাংলাদেশর ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কংগ্রেস উপলক্ষে কেন্দ্রীয় দলিল সমূহের উপর বাখ্যার জন্য সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখা এটির আয়োজন করে।রবিবার (০১ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশের কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য সাতক্ষীরার কলারোয়া-তালার সংসদ সদস্য এড.মুস্তোফা লুৎফুল্লাহর সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড সুশান্ত দাশ।এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মোড়ল,সম্পাদক মন্ডলির সদস্য এড.ফাহিমুল হক কিসলু,সাবির হোসেন,ময়নুল হাসান প্রমুখ।
সাধারণ সভায় আগামী ২-৫ নভেম্বর-২০১৯ কেন্দ্রীয় কংগ্রেসে আগামী দিনের নেতা নির্বাচন ও আগামীর রাজনীতি কোন পথে যাবে এবং কিভাবে মোকাবিলা করা যায় তার আলোচনা করা হয়। সাধারণ সভায় বাংলাদেশর ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সব কটি উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments are closed.