নিজস্ব প্রতিনিধি : আগামী প্রজন্মকে আলোকিত করে গড়ে তুলতে এবং বিপথগামী থেকে রক্ষার লক্ষ্যে কিশোর -কিশোরীদের সুরক্ষায় কৈশোর ভাবনা শীর্ষক কর্মশালায় বক্তারা বলেছেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৩ কোটি ৬০ লক্ষ কিশোর-কিশোরী। আগামী প্রজন্মের আলোকিত মানুষ হিসেবে তাদের গড়ে তোলার এখনই সময়। তারা যাতে মাদক ও সন্ত্রাসের জড়িয়ে না পড়ে সেজন্য সকলকে অতন্ত্র প্রহরীর হিসেবে দায়িত্ব পালন করতে হবে। বক্তারা আরও বলেন, একটি পরিবার, একটি সমাজ, একটি জাতি ধ্বংস করে দিতে পারে একজন মাদকাসক্ত ব্যক্তি। তাই সমাজ থেকে মাদকের মূলোচ্ছেদ করার দায়িত্ব সবার। বক্তারা বলেন, সাতক্ষীরায় বাল্যবিবাহের হার শতকরা ৫৩ ভাগ। শুধুমাত্র ১৩ শতাংশ মানুষ এইচআইভি-এইডস্ সম্পর্কে জানে। বাকী ৮৭ শতাংশ মানুষ এ রোগ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। কিশোর-কিশোরীদের সুপথে পরিচালিত করে আগামী প্রজন্মের দক্ষ সৈনিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।মঙ্গলবার (২৩ জুলাই) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ বেতার, খুলনার আয়োজনে কৈশোর ভাবনা শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।বাংলাদেশ বেতার, খুলনার উপ-আঞ্চলিক পরিচালক মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে ও উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক মো. বশির উদ্দিন, উপ-আঞ্চলিক পরিচালক মো. মোমিনুর রহমান, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা তাজুল ইসলাম, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দিন, বাংলাদেশ বেতার খুলনার সহকারি পরিচালক সৌমেন বাছাড়সহ প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।