February 18, 2025, 11:18 pm
ইজিবাইকের ধাক্কায় রাস্তায় পড়ে যাওয়া এক মোটর সাইকেল আরোহীর বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে সাতক্ষীরা- কালিগঞ্জ সড়কের নলতা চৌমুহুনীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম উত্তম কুমার ঘোষ । সে শ্যামনগর উপজেলার ব্রহ্মশাসন গ্রামের পঞ্চানন ঘোষের ছেলে। নিহতের চাচাত ভাই জয়নাল ঘোষ জানান, উত্তম মোটর সাইকেলে সাতক্ষীরা থেকে বাড়ি ফেরার সময় কালিগঞ্জের নলতা চৌমুহুনীতে একটি ইজিবাইইকের সঙ্গে ধাক্কা লাগে।
এতে সে উল্টে রাস্তার উপর পড়ে গেলে সাতক্ষীরাগামি যাত্রীবাহি বাস সাতক্ষীরা- জ-১১-০০৫০ তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত উত্তম ঘোষের লাশ উদ্ধার করা হয়েছে।
Comments are closed.