July 27, 2024, 7:21 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র সুধীজনদের সাথে মতবিনিময় সভা

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র সুধীজনদের সাথে মতবিনিময় সভা

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র গুড কজ ক্যাম্পেইন (জিসিসি) প্রকল্পের সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় মঙ্গলবার দিনব্যাপী সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে ‘গুড কজ ক্যাম্পেইন’ (জিসিসি) প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হোসাইন সাখাওয়াত। প্রধান অতিথি বলেন, আজকের শিশুরাই আগামি দিনের ভবিষ্যৎ। আগামি দিনে তারাই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। এজন্য শিশুরা যাতে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম ও অপরাধ মূলক কাজে জড়িয়ে না পড়ে সেজন্য লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আরো বলেন, প্রকল্পের মেয়াদ শেষে এটাকে দীর্ঘস্থায়ী করার যে পরিকল্পনা সম্মিলিত ভাবে করা হয়েছে তা নিঃসন্দেহে প্রসংশার দাবিদার। সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে শিশু বান্ধব পরিবেশ গঠনে সকলকে আরো বেশি আন্তরিক হওয়ার আহবান জানান।এসময় আরো উপস্থিত ছিলেন, সেভ দ্য চিলড্রেন’র সিনিয়র ম্যানেজার মো. মুজিবুল হাসান, মো. মাসুদুর রহমান, পিও শেখ মনিরুল হুদা, ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আব্দুল হক পাটোয়ারি, আব্দুল আলিম, এসপিএ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান টিটু প্রমুখ।শিশু সুরক্ষা, শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে অনিরাপদ স্থানান্তর প্রতিরোধে প্রকল্পটি ২০১৭ সাল থেকে সদরের কুশখালী, ঝাউডাঙ্গা, বৈকারী, ফিংড়ি ও ভোমরা ইউনিয়নে প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। মতবিনিময় সভায় এসব কর্মএলাকার স্থানীয় জনপ্রতিনিধি, শিশু সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সরকারি-বেসরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিসের ডেপুটি ম্যানেজার ও অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com