March 16, 2025, 12:49 am
সাতক্ষীরায় পৃথক অভিযান চালিয়ে ৪৩২ বোতল ফেন্সিডিল ও ১৬৫ পিচ ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৬। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে ১১ টা পর্যন্ত মাত্র দুই ঘন্টার ব্যবধানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সাতক্ষীরা সিপিসি-১ এর স্কোয়ার্ড কমান্ডার এএসপি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে জেলার কলারোয়া উপজেলার মাদরা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার ওপরে অভিযান চালিয়ে প্রথমে ১৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদরা গ্রামের হবিবার রহমানের ছেলে সুমন হোসেন (২২) কে গ্রেপ্তার করে এবং পরে সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে ৪৩২ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী বরিশাল জেলার কোতোয়ালী থানার রাজারচর গ্রামের সুলতান হাওলাদারের ছেলে শফিক হাওলাদার (২৪) ও কাভার্ডভ্যানের চালক লক্ষীপুর জেলার রায়পুর থানার চরকাছিয়া গ্রামের অহিদ আলী শিকদারের ছেলে কামাল হোসেন (৩৫) কে গ্রেপ্তার করে।এসময় ফেন্সিডিল বহনকারী কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ন-২০-০৭-২২) জব্দ করে র্যাব। এঘটনায় সাতক্ষীরা সদর ও কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের পরবর্তী উদ্ধারকৃত মাদকদ্রব্য, কাভার্ডভ্যান ও অন্যান্য আলামত সহ গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ঠ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছে র্যাব।
Comments are closed.