October 9, 2024, 4:07 am
সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘র্যাব সেবা সপ্তাহ’ এর আয়োজনে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার পক্ষ থেকে রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের মিল বাজার এলাকায় একশত জন দুস্থদের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা র্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ, কোম্পানী সিনিয়র ডিএডি এসএম ফরহাদ হাসান, ডিএডি মোঃ নজরুল ইসলাম, ডিএডি মোঃ জিয়াউল হক, ডিএডি মোঃ মিজানুর রহমান, ডিএডি মোঃ আব্দুর রহিম, এসআই আলমাছ মিয়া, এসআই রেজাউল করিম, কোম্পানী সিএসআই মোঃ সাইদুর রহমান, অফিস সহকারী মোঃ ঝন্টু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে র্যাব সদসের উপস্থিতিতে সুন্দর ও সু-শৃঙ্খলভাবে দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
Comments are closed.