সাতক্ষীরায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)-৬ এর অভিযানে মো. লাভলু হোসেন গাজী(২০) নামের এক মাদক চোরাকারবারিকে আটক করেছে। এসময় র্যাব তার কাছ থেকে হুন্ডির নগদ টাকা, ১৪ বোতল ফেন্সিডিল ও তার ব্যবহারিত ১ টি মোবাইল ফোন জব্দ করে। সাতক্ষীরা সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২)ধারায় মামলা হয়েছে। যার নং-৪০, তারিখঃ ১৪/১০/২০১৯।সোমবার (১৪ অক্টোবর) ভোরে এএসপি সমীর সরকারের নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভোমরা স্থলবন্দর এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় ধাওয়া করে মো. লাভলু হোসেন গাজী কে আটক করে। সে সদরের পদ্ম শাঁকরা গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। তাকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।র্যাব-৬সিপিসি-১ সাতক্ষীরার সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি সমীর সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।