September 13, 2024, 2:56 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাতক্ষীরায় সাম্যের বাণী প্রকাশনার মোড়ক উন্মোচন

সাতক্ষীরায় সাম্যের বাণী প্রকাশনার মোড়ক উন্মোচন

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড চেয়ারম্যান শেখ মফিজুর রহমান বলেছেন বাংলাদেশ আমরা যে অবস্থায় পেয়েছিলাম তার চেয়ে এখন অনেক উন্নত হয়েছে এবং আরো উন্নত করতে হবে। আইনের প্রতি সকলের শ্রদ্ধাবোধ থাকতে হবে। আইন দ্বারা সব কিছু বাস্তবায়ন সম্ভব নয়। সকলের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। তবে সমাজের নিপিড়িত নির্যাতিত মানুষের কষ্ট লাঘব হবে। প্রতিষ্ঠিত হবে অসহায় মানুষের অধিকার। একটি মানবিক সমাজ গড়ে তোলার লক্ষে সকলকে এক সাথে কাজ করা দরকার। সাতক্ষীরা জেরার সর্বত্রই সাম্যের বাণী পৌছে দিতে হবে। মনে রাখবেন আইনের চোখে সকলেই সমান। কাউকে ছোট করার সুযোগ নেই। গতকাল বিকালে জেলা জজের সম্মেলন কক্ষে লিগ্যাল এইড স্মরণিকা ২০১৯ ‘সাম্যের বাণী’ প্রকাশনা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাগত বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও সাম্যের বাণী প্রকাশনার সম্পাদনা পরিষদের সভাপতি মোস্তফা পাভেল রায়হান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিঃ পুলিশ সুপার সদর সার্কেল মির্জা সালাউদ্দিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, পিপি এড. আব্দুল লতিফ, জেলা আইনজীবি সমিতির সাঃ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ মোকলেছুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ রেজওয়ানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. এম শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, কবিতা পাঠ করেন সরকারী কৌশুলী এড. শম্ভুনাথ, এড. সরকার জামিনী কান্ত, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইয়াসমিন নাহার, এড. জিএম ওকালত হোসেন, এড. জিয়াউর রহমান হারাধন কুমার, ছড়াকার নাজমুল হাসান সহ জেলা জজশীপের সকল বিজ্ঞ বিচারক ও সিনিয়র আইনজীবিগণ উপস্থি ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহকারী জজ ও লিগ্যাল এইড অফিসার সালমা আক্তার


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com