July 27, 2024, 2:51 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাতক্ষীরায় সিআইডি’র অভিযানে আলিপুরে প্রতারক কবিরাজ গ্রেপ্তার

সাতক্ষীরায় সিআইডি’র অভিযানে আলিপুরে প্রতারক কবিরাজ গ্রেপ্তার

সাতক্ষীরায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অভিযানে গ্রেপ্তার হয়েছেন ‘প্রতারক কবিরাজ’ গোপাল কায়পুত্র মন্ডল (৩৮) ওরফে গোপাল সাধু দাদু। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাটখোলা এলাকার বুদ্ধিশ্বর মন্ডলের ছেলে। এই প্রতারক সংসারে অশান্তি রোধে শাশুড়িকে মারতে দায়িত্ব নিতে চান এবং এজন্য প্রতারণা করে কুষ্টিয়ার দৌলতপুরের এক নারীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেয়।

সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান এজাহারের বরাত দিয়ে জানান, কুষ্টিয়ার দৌলতপুরের (মামলার বাদী) নারীর কাছে হঠাৎ ফোন দিয়ে যোগাযোগ করে জানায় তিনি গোপাল সাধু দাদু। বলেন, ‘তোর সংসারে তো মস্ত অশান্তি’। তুই আমার কাছে আয় সব সমাধান করে দেবো। এরপর তাকে ফুসলিয়ে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেয়। টাকা নেয়ার পর কাজ কীভাবে হবে জানার জন্য শুকনো ব্যাঙ, শামুক, আগরবাতি, মোমবাতি নিয়ে এই সাধু দাদু’র কাছে আসতে বলে। সেখানে গেলে সাধু দাদু ওই নারীকে তার বাড়ির দোতলার গোপন কক্ষে দু’দিন থাকতে হবে বলে জানায়। তখন সেবাগ্রহিতা নারী গোপালকে সন্দেহ করে এবং তার ভাগ্নাকে নিয়ে দ্রুত সিআইডি’র সাথে বিকালে যোগাযোগ করে অভিযোগ দেন। সিআইডি গোপনে অভিযান চালিয়ে এই প্রতারককে গ্রেপ্তার করে নিয়ে আসে। বৃহস্পতিবার রাতেই সিআইডি এই প্রতারক কবিরাজকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com