July 27, 2024, 12:44 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাতক্ষীরায় ১২৭৩ জনের করোনা পজিটিভ, খুলনা বিভাগে আক্রান্ত ৩১ হাজার

সাতক্ষীরায় ১২৭৩ জনের করোনা পজিটিভ, খুলনা বিভাগে আক্রান্ত ৩১ হাজার

খুলনা বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ১ বছর ১ মাস ১১ দিন পর শনাক্ত রোগীর সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে খুলনা জেলায় রোগীর সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে। গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৩ জন সংক্রমিতের মধ্য দিয়ে এখন বিভাগে শনাক্ত করোনা রোগীর মোট সংখ্যা ৩১ হাজার ৮৬ জন। এই সময়ে মারা গেছেন একজন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। বিভাগে করোনায় আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭ হাজার ৬৬৬ জন। বিভাগে করোনায় সংক্রমিত হয়ে বাড়িতে ও হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ২ হাজার ৮৫৩ জন।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনায় রয়েছেন ৪১ জন, কুষ্টিয়ায় ৮, যশোরে ২০, চুয়াডাঙ্গায় ৪, ঝিনাইদহে ৭, সাতক্ষীরায় ৬, বাগেরহাটে ৫, মাগুরায় ১ জন, নড়াইলে ৯ এবং মেহেরপুরে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১০ দিনে খুলনা বিভাগে ১ হাজার ৪৪৩ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রতিদিন গড়ে শনাক্ত হয়েছেন ১৪৫ জন। এই ১০ দিনে বিভাগে করোনায় মারা গেছেন ৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে ঝিনাইদহে একজন মারা গেছেন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৬৮ জন মারা গেছেন। এর মধ্যে খুলনা জেলায় রয়েছেন ১৪৬ জন, কুষ্টিয়ায় ১০৭, যশোরে ৭২, ঝিনাইদহে ৫১ জন, চুয়াডাঙ্গায় ৫০ জন, সাতক্ষীরায় ৪৪, বাগেরহাটে ৩৩, নড়াইলে ২৪, মাগুরা ২৩ জন এবং মেহেরপুরে ১৮ জন মারা গেছেন। বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৮১ শতাংশ।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হন চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। গত ৩ জুলাই ১০৭তম দিনে এসে বিভাগে করোনায় সংক্রমিতের সংখ্যা ৫ হাজার অতিক্রম করে। ২৩ জুলাই এ সংখ্যা ১০ হাজার এবং ১২ আগস্ট ১৫ হাজার ছাড়ায়। ৫ অক্টোবর শনাক্তের সংখ্যা ২২ হাজার, চলতি বছর ১ জানুয়ারি ২৫ হাজার, ৯ এপ্রিল ২৮ হাজার, ১৫ এপ্রিল ২৯ হাজার, ২১ এপ্রিল শনাক্তের সংখ্যা ৩০ হাজার ছাড়ায়। এর এক সপ্তাহ পর বৃহস্পতিবার করোনা রোগী শনাক্তের সংখ্যা ৩১ হাজার ছাড়াল।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জেলা হিসেবে এ পর্যন্ত সর্বোচ্চ ৯ হাজার ৩৩ জন রোগী শনাক্ত হয়েছেন খুলনা জেলায়। এর মধ্যে খুলনা শহরে ৭ হাজার ২৯২ জন। বিভাগের মধ্যে প্রায় ৩০ শতাংশ রোগী খুলনার। এ ছাড়া বাগেরহাটে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৬ জন, চুয়াডাঙ্গায় ১ হাজার ৮৬১, যশোরে ৬ হাজার ২৯১, ঝিনাইদহে ২ হাজার ৭৫৩, কুষ্টিয়ায় ৪ হাজার ৬০০, মাগুরায় ১ হাজার ২১৩, মেহেরপুরে ৯০০, নড়াইলে ১ হাজার ৮০৬ ও সাতক্ষীরায় ১ হাজার ২৭৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ৫৮ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে আটজন আছেন আইসিইউতে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com