October 31, 2024, 3:13 am
সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার ১লা অক্টোবর সকাল ১১টার দিকে মাদ্রাসার অধ্যক্ষ মো: রুহুল আমিন শিক্ষার্থিদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন। এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।সূত্র জানায়, আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। ইতোমধ্যে জেলার অধীনে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরা পৌরসভা ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা শেষ করে পৌরসভার অধীনে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে পত্র পাঠিয়েছে।সাতক্ষীরা পৌর মেয়ার আলহাজ্ব তাসকিন আহম্মেদ চিশতি জানিয়েছে আজ থেকে পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ০৫ থেকে ১৬ বছর বয়সের সকল শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো শুরু হয়েছে। চলবে সপ্তাহ ব্যাপি।
Comments are closed.