March 17, 2025, 11:32 pm
সাতক্ষীরা ইসলামি হাসপাতালের বিরুদ্ধে একের পর এক অভিযোগ বের হচেছ।১৫ হাজার টাকা সিজারের জন্য চুক্তি করে রোগী আটকে ৩০ হাজার টাকা আদায় করা হয়েছে। সদর উপজেলার গোবিন্দকাঠি গ্রামের মোস্তাফিজুর রহমান বলেন তার স্ত্রীকে সিজারের জন্য ভর্তি করেন ইসলামি হাসপাতালে।চুক্তি হয় ১৫। হাজার টাকা। পরে তার কাছ থেকে ঔ রোগী আটকে ৩০ হাজার টাকা আদায় করা হয়।
Comments are closed.