July 27, 2024, 4:23 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু।।

সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু।।

সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। গতকাল সকাল দশটায় শহরের বাটকেখালী কারিমা মাধ্যমিক বিদ্যালয় প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। এসময় তিনি বলেন জেলা পরিষদ একটি স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান। কিন্তু এই প্রতিষ্ঠান থেকে প্রতিবছর কোটি কোটি টাকা জনকল্যান মূলক কাজে ব্যায় করা হয়। তিনি আরো বলেন আমার ইচ্ছা আছে জনকল্যান ও সেবামূলক কাজ করার কিন্তু সীমিত অর্থে সেটি সকলের কাছে সমান ভাবে পৌছানো সম্ভব হয় না। তবে যতটুকু পাই সেটি প্রতিবছর মসজিদ, মন্দির, স্কুল, কলেজ সহ দুস্থদের মাঝে আর্থিক সহায়তা হিসাবে প্রদান করি। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য এড. শাহানাজ পারভিন মিলি, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য আবুল খায়ের তিনি বলেন কারিমা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সীমানা প্রাচীরের জন্য বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও কোন লাভ হয়নি। কিন্তু জেলা পরিষদ সদস্য আমিনূর রহমান বাবু স্কুলের পাশে এসে দাড়িয়েছেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চালতেতলা বাজার কমিটির সাধারন সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের পৌর সম্পাদক মোঃ কবির হোসেন, ঠিকাদার আব্দুর রব, স্কুলের অভিভাবক সদস্য আব্দুল গফফার, শাহানারা, শিক্ষক আব্দুল মালেক, রুস্তম আলী, সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১০০ ফুট দৈর্ঘ্য প্রাচীর নির্মাণে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আব্দুল ওহাব।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com