March 28, 2025, 8:22 am
দৃষ্টিপাত রিপোর্ট ॥ সাতক্ষীরার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম ঘটেছে। জেলার সাতক্ষীরা কালিগঞ্জ সড়কটি উল্লেখযোগ্য অংশ যাতায়াতের অনুপোযুক্ত হয়ে পড়েছে। অত্যন্ত সম্ভাবনাময় জেলা হিসেবে সাতক্ষীরা জাতীয় ভাবে পরিচিতি পেয়েছে। জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সাতক্ষীরা বর্তমান সময়ে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থায় অত্যন্ত দুঃসময় অতিক্রম করছে আর দুঃসময়ের অন্যতম মাধ্যম খানা খোন্দক ময় সড়ক। দেশের অন্যতম ব্যবস্তম সড়ক হিসেবে সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের বিকল্প নেই। সাতক্ষীরার বিশ লক্ষাধীক জনসাধারনের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার জন্য উল্লেখিত সড়কটি বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু দীর্ঘদিন যাবৎ সড়কটির বিভিন্ন অংশ খানা খোন্দকে পরিনত হওয়ার পাশাপাশি, অসমতল, পিচ, পাথর, খোয়া উঠে যেয়ে যাতায়াতের অনুপোযুক্ত হয়ে পড়েছে। সাতক্ষীরা কালিগঞ্জ সড়কটি কেবল যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যবহৃত হয় তা নয়, সড়কটি পণ্য পরিবহনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। দেশের অপার সম্ভাবনাময় শিল্প হিসেবে পরিচিত সাদা সোনা চিংড়ী রপ্তানী করা সহ বাজার জাত করনের ক্ষেত্রে এই সড়কই একমাত্র মাধ্যম। ভোমরা স্থল বন্দর সাতক্ষীরা কালিগঞ্জ সড়ক অতিক্রম করেই তবে দেখা মেলে। প্রতিদিন ভোমরা স্থল বন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানী রপ্তানী হয় আর উল্লেখিত পণ্য সামগ্রী দেশের বিভিন্ন এলাকাতে পৌছানোর জন্য একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় সাতক্ষীরা কালিগঞ্জ সড়ক। সাতক্ষীরায় উৎপাদিত রবিশষ্য, কৃষিপণ্য দেশের অন্যান্য এলাকায় পৌছাতে এবং দেশের বিভিন্ন জেলা হতে পণ্য সামগ্রী সাতক্ষীরায় আনতে এই সড়কের বিকল্প নেই। সড়কের দূরবস্থা, খানা খোন্দকের কারনে পণ্যবাহী ট্রাক যানবাহন গুলো অতিরিক্ত ভাড়া নেওয়ার পাশাপাশি সময় ক্ষেপনের বিষয়টি বিশেষ ভাবে আলেখ্য। আর পণ্য পরিবহনে অতিরিক্ত খরচের বিষয়টি প্রভাব পড়ে পণ্য সামগ্রীতে। শ্যামনগর হতে সাতক্ষীরায় যাত্রীবাহী পৌছাতে যাত্রীরা অনেকাংশে সড়কের ধাক্কা আর ঝাকুনিতে আহত হয়ে পড়ে। রোগীদের বহনের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করে। সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের দূরবস্থা অতীতের সব ধরনের রেকর্ড ভঙ্গ করেছে। সড়কের দূরবস্থার কারন হেতু সড়কটি ব্যবহার কারিরা কেবল ভোগান্তীতে পড়ছে তা নয় তারা বিরক্ত, বিব্রত, উদ্বিগ্ন। প্রায় সময় সড়কের খানা খোন্দকের কারনে যাত্রীবাহী বাস অচল হয়ে পড়ে কখনও কখনও দূর্ঘটনায় পতিত হয়। সড়কটির বহু অংশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে দুই চাকার মোটরসাইকেলও খানা খোন্দক ব্যতিত নির্দিষ্ট গন্তব্যে পৌছাতে পারে না। সাতক্ষীরার জনসাধারনের জন্য রেলপথ বা নৌপথ নেই সড়ক পথই একমাত্র অবলম্বন, একই সাথে বলা যায় সাতক্ষীরা কালিগঞ্জ সড়কটি অতি গুরুত্বপূর্ণ, কর্মব্যস্ত। অথচ সড়ক ও জনপথ বিভাগ সড়কটি নিয়ে চরম দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। জেলার মূল সড়কের দূরবস্থা সড়ক ও জনপথকে নাড়া দেয় না, সতর্ক করে না, দায়িত্বশীলতা এবং কর্তব্যপরায়নতাকে সম্মান করছেনা, এমন অবস্থায় চলবে কতদিন?
Comments are closed.