July 27, 2024, 7:32 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাতক্ষীরা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সাতক্ষীরা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শনিবার সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, এনএসআই এর উপ-পরিচালক আজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা কিন্ডারগার্টেনের হেডটিচার রফিকুল হাসান। উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারপার্সন নাসরিন হাসানসহ সকল শিক্ষকমন্ডলী ও সহকর্মীবৃন্দ। বিদ্যালয়ের পাশে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম ময়দানটি আলোকিত করেছিল সোনামণি শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকম-লীরা। সকাল নয়টায় উদ্বোধনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। কোভিড-১৯ করোনার দীর্ঘ তিন বছর পরে আবার মুখরিত হলো সোনামণি শিক্ষার্থীদের কলকাকলিতে। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন স্কুলের সিনিয়র টিচার রাফিজা খাতুন ও আবু মোহাম্মদ জাকারিয়া। খেলা পরিচালনায় ছিলেন সিনিয়র টিচার জনাব মাজহারুল ইসলাম, শহিদুল ইসলাম,সুশান্ত কুমার সানাসহ সকল টিচার, ম্যাডাম, আন্টি ও সহকর্মীবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ০৪ মার্চ’২৩ শনিবার ।উক্ত অনুষ্ঠানটব সুন্দর ও সার্থক করে তোলার জন্য সম্মানিত অতিথি, সুধিমন্ডলী, অভিভাবকম-লী, সোনামণি শিক্ষার্থী ও সহকর্মীবৃন্দদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিন্ডারগার্টেনের হেড টিচার রফিকুল হাসান।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com