February 17, 2025, 2:53 pm
সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন।গতকাল ২৪ শে ডিসেম্বর রাতে সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের তালিকা প্রকাশ করা হয়েছে এই প্রজ্ঞাপন জারিতে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনকে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।এস এম আতাউল হক দোলন বাল্যকাল থেকে তার পিতা সাবেক সংসদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব একে ফজলুল হক সরদারের বর্ণাঢ্য রাজনৈতিক কর্মকাণ্ড অনুসরণ করে নিজেকে পিতার মত দায়িত্বশীল নিষ্ঠাবান ও সততার সাথে রাজনৈতিক নেতা হিসেবে নিজের পরিচয় অর্জন করেন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সকল নেতাকর্মীদের প্রিয় নেতা, ত্যাগী নেতা, পরিচ্ছন্ন নেতা হিসেবে আস্থা অর্জন করেন।এস এম আতাউল হক দোলন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার সকল শ্রেণীর মানুষের সুখ দুঃখের সাথী হিসেবে পাশে থাকায় এলাকাবাসীর ভালোবাসার মানুষ হিসেবে আস্থা অর্জন করেছেন। তিনি কোন মানুষের কাছ থেকে কোন আর্থিক সহযোগিতা গ্রহণ করেছে এমন প্রমাণ কেউ কখনোই দিতে পারেনি। তিনি উপজেলা চেয়ারম্যান হওয়ার পর থেকে সরকারি ত্রাণ ও অনুদান প্রাপ্য ব্যক্তিদের মাঝে বিতরণ করেছেন যার কারণে অনেক নেতাকর্মী তার প্রতি রাগান্বিত।প্রলয়ংকারী ঘূর্ণিঝড় বুলবুলের আক্রমণ থেকে রক্ষা পেতে উপকূলীয় এলাকাবাসীদের সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য গ্রামে গ্রামে যেয়ে মানুষদের উদ্বুদ্ধ করেন, যার কারণে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে কোন প্রাণহানির ঘটনা ঘটে নাই। তার অক্লান্ত পরিশ্রম আর সততার পুরস্কারস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায় সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মোস্তফা কামালকে শ্যামনগরের সুশীল সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Comments are closed.