January 25, 2025, 12:18 am
আব্দুর রহমান: সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুনসুর আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের পুরাতন আইনজীবী ভবনে সদর উপজেলা যুবলীগের আয়োজনে এ দোয়া মাহফিলে সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা লায়লা পারভীন সেঁজুতি, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক ওয়াহেদ পারভেজ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, এড. আজহারুল ইসলাম, মনিরুল হোসেন মাছুম, সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া বাবু প্রমুখ। দোয়া অনুষ্ঠানে যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মঈনুল ইসলাম। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ বেলায়েত হোসেন।
Comments are closed.