January 3, 2025, 3:16 am
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে রবিবার দুপুরে প্রেসক্লাব হলরুমে উক্ত সংবর্দনা প্রদান করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।এরপর সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মুনসুর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কল্যাণ বানার্জি, প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহি, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, এড. আবুল কালাম আজাদ, আনিসুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, আব্দুল বারী প্রমুখ।বক্তারা এ সময় সাতক্ষীরার উন্নয়নে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
Comments are closed.