December 22, 2024, 6:29 am
আব্দুর রহমান: সাতক্ষীরা জেলা পরিষদের অর্থায়নে দেবহাটা উপজেলার বিভিন্ন মসজিদের উন্নয়নে অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ থেকে বিভিন্ন মসজিদের সভাপতি ও সম্পাদকের হাতে এ অনুদানের টাকা প্রদান করা হয়। জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম ও সদস্য আল ফেরদাউস আলফার হাত থেকে মসজিদের অনূকুলে প্রদত্ত ১০ হাজার টাকা গ্রহণ করেন দেবীশহর শাহী জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. মইনুদ্দিন খান, হাদিপুর বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি শেখ লুৎফর রহমান, জগনাথপুর পশ্চিমপাড়া বায়তুছ সালাম জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. কওছার আলী, জগনাথপুর বায়তুন নূর মাঝপাড়া জামে মসজিদের কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান শুভ, জগনাথপুর পানির কল পাঞ্জেগানা মসজিদের সাধারণ সম্পাদক আফছারুল আলম, জগনাথপুর বায়তুল ফালাহ্ জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলম এবং সদর উপজেলার কাশেমপুর মদিনাতুল উলুম এতিমখানা কমপ্লেক্স এর অনূকুলে ২৫ হাজার টাকা গ্রহণ করেন অধ্যক্ষ মাও. আবু দাউদ। এসময় উপস্থিত ছিলেন কাশেমপুর মদিনাতুল উলুম এতিমখানা কমপ্লেক্স এর শিক্ষা সচিব মুফতি ওসমান গণি, নওয়াপাড়া ইউপি সদস্য মো. মিজানুর রহমান প্রমুখ।
Comments are closed.