December 10, 2024, 5:59 am
সাতক্ষীরায় পুলিশের অভিযানে ১৭ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় পুলিশ ৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করে পুলিশ।সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া ১ জন, কালিগঞ্জ ১ জন, শ্যামনগর ৩ জন, আশাশুনি ১ জন ও পাটকেলঘাটা ১ জন। তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।অপরদিকে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসআই মানিক কুমার সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় শুক্রবার সকাল ৫.৪৫ টার সময় একজন মাদক ব্যবসায়ীকে ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তর করা হয়।
Comments are closed.