January 3, 2025, 4:44 am
সৈয়দ হোসেন ইমাম, জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের নিয়মিত অভিযানে মাদক মামলার ১ জনসহ ১৩ জন আসামীকে করা হয়েছে। অভিযানের সময় পুলিশ ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর ৭ জন, কলারোয়া ১ জন, কালিগঞ্জ ২ জন, শ্যামনগর ১ জন ও পাটকেলঘাটায় ২ জন।সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়াও সদর থানায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে ১ টি মাদকের মামলা হয়েছে এবং আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
Comments are closed.