জাকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হবে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির ৫০ বছর পূর্তি উৎসব। এ উপলক্ষে বই মেলা আয়োজন ও স্মরণিকা ‘স্রোত’ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের বাংলোয় অনুষ্ঠিত পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও পাবলিক লাইব্রেরির সভাপতি এসএম মোস্তফা কামাল।সভায় একই সাথে আগামী ১৮ অক্টোবর পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ন্যাশনাল লাইব্রেরি অব ইন্ডিয়া পরিদর্শন ও পাবলিক লাইব্রেরির নতুন ভবন কাম অডিটোরিয়াম নির্মাণের বিষয়ে আলোচনা হয়। সভায় ১৬ নভেম্বর পাবলিক লাইব্রেরির ৫০ বছর পূর্তি উৎসব আয়োজনের সিদ্ধান্ত হয়।সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির ঐতিহ্য ধরে রাখতে হবে। এ সময় তিনি পাবলিক লাইব্রেরিতে পাঠক বৃদ্ধির জন্য নানা দিক নির্দেশনা দেন।সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, তৌহিদুর রহমান ডাবলু, বরুন ব্যানার্জি প্রমুখ।