শরতের পড়ন্ত বিকেলে নরম রোদের কোমল পরশে পর্দা উঠলো মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী পুলিশ সুপার কাপ মহিলা টুর্নামেন্ট-২০১৯। আলো ঝলমল সোনালী বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে শনিবার ৪দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। সাতক্ষীরা পুলিশ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর এমপি মীর মোস্তাক আহমেদ রবি, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, পৌর কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত সাতক্ষীরা গড়তে যুব সমাজকে খেলার মাঠে আসার আহ্বান জানান। এসময় তিনি উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির ধারা অব্যাহত রেখে শান্তির সাতক্ষীরা গড়তে সকলকে ঐক্যভাবে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। অতিথিবৃন্দ বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। খেলাটি উপভোগ করেন হাজারো দর্শক। সাতক্ষীরা স্টেডিয়ামের দর্শক গ্যালারী কানায় কানায় পূর্ণ ছিলো।উদ্বোধনী খেলায় সাতক্ষীরা সবুজ দল ও খুলনা জেলা মহিলা ফুটবল দল পরস্পরের মুখোমুখি হয়।
সাতক্ষীরা পুলিশ সুপার কাপ মহিলা টুর্নামেন্টে স্বাগতিক সবুজ দলের সামনেই দাঁড়াতে পারেনি খুলনা জেলা মহিলা ফুটবল দল। খেলা শুরুর ১৭ মিনিটের মাথায় স্বাগতিক সবুজ দলের মৌসুমীর সুপার শর্টের মাধ্যমে প্রথম গোল পায় সাতক্ষীরা সবুজ দল। এরপর ৩২ মিনিটের মাথায় সাতক্ষীরার সাবিনার দুর্দান্ত শর্টে আরও একটি গোল পায় স্বাগতিক দল।
এরপর দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের স্বাগতিক দলের সেই মৌসুমীর শর্টে ৩ গোলে এগিয়ে যায় সাতক্ষীরা সবুজ দল। এরপর ২২ মিনিটের মাথায় সাতক্ষীরার সুরাইয়ার শর্টে ৪ গোলে পৌছে যায় স্বাগতিকরা। নির্ধারিত সময়ের মধ্যে খুলনা জেলা দল কোন গোল করতে পারেনি। খেলার মাঠ স্বাগতিকদের দখলেই ছিলো। স্বাগতিক সামনে যেনো দাঁড়াতেই পারেনি খুলনা জেলা মহিলা ফুটবল দল। রেফারীর শেষ বাঁশি বাজা পর্যন্ত সাতক্ষীরা জেলা সবুজ দল ৪-০ গোলে খুলনা জেলা মহিলা দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। খেলায় মৌসুমী সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।জেলা পুলিশের আয়োজনে রবিবার বিকালে টুর্নামেন্টে মুখোমুখি হবে সাতক্ষীরা জেলা মহিলা লাল ফুটবল একাদশ ও মাগুরা জেলা মহিলা ফুটবল একাদশ।