December 21, 2024, 5:03 pm
মিঃরাজুঃসাতক্ষীরা পৌরসভার ৪টি ওয়ার্ডে কার্পেটিং পিচের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ৪টি ওয়ার্ডে পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পৌরসভার ৫নং ওয়ার্ডে মেঝ মিয়ার মোড় হতে মিয়া সাহেবেরডাঙ্গী মায়াকানন নার্সারী পর্যন্ত ৮০০ মিটার রাস্তা ২৯ লক্ষ ৫ হাজার ৫৮৫ টাকা ব্যয়ে পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়, সকাল ১০টায় পৌরসভার ৩ নং ওয়ার্ডে পুরাতন সাতক্ষীরা হাটখোলা হতে হরিতলা অভিমুখে ৮১০ মিটার রাস্তা ২৫ লক্ষ ১৭ হাজার ব্যয়ে পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়, সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডে সংগ্রাম হাসপাতালের সামনে মধুমাল্লারডাঙ্গী হতে আতিয়া জামে মসজিদ অভিমুখে ৭৫০ মিটার রাস্তা ২৫ লক্ষ ৯৬ হাজার টাকা ব্যয়ে পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়, বেলা ১টা ৪৫মিনিটে পৌরসভার ৭নং ওয়ার্ডে ইটাগাছা মানিকতলা মোড় হতে বটতলা অভিমুখে ৬৫০ মিটার রাস্তা ২৬ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান শাহীন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা কাউন্সিলর জ্যোৎ¯œা আরা, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি শেখ শাহীনুর রহমান বাবু, হাফিজুর রহমান খান বিটু, মো. আব্দুর রাজ্জাক, মো. আসাদুর রহমান, নাজমুলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিস্তারিত আসছে——–
Comments are closed.